ফের যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান – আফগানিস্তান
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫
আবারও যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতারের দোহায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দেশ দুটি। রোববার (১৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্স।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্ক ও কাতারের মধ্যস্ততায় এই সিদ্ধান্তে দুই দেশ সম্মত হয়েছে। দুই পক্ষই যুদ্ধবিরতি স্থায়ী করার পাশাপাশি এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিতে ভবিষ্যতে আরও আলোচনা ও বৈঠকের আশ্বাস দিয়েছে।
এর আগে, গত বুধবার ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা লঙ্ঘন করে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। ফলে এই দফায় যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪২, নিখোঁজ ৪ শতাধিক
বাড়ল জ্বালানি তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর 