এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর সমর্থন করে, নিম্নকক্ষে নয়: নাহিদ ইসলাম

ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫
নাহিদ বলেন- আমরা শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং জবাবদিহির জন্য একটা কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। সেটাকে নিশ্চিত করেই যেন জুলাই সনদ বাস্তবায়ন করা হয়।
ইসলামী দলগুলোর পিআর পদ্ধতির দাবির বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াত ইসলামীর নেতৃত্বে যে যুগপৎ আন্দোলনটা হচ্ছে, সেটার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেই, অংশগ্রহণ করছে না। কারণ, দলটি নিম্নকক্ষে পিআর পদ্ধতি চায় না। তাদের অবস্থান নিম্নকক্ষে পিআর পদ্ধতির বিরুদ্ধে।
আজ শুক্রবার এনসিপির জাতীয় সমন্বয় সভায় নাহিদ আরও বলেন, ‘আমরা শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং জবাবদিহির জন্য একটা কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। সেটাকে নিশ্চিত করেই যেন জুলাই সনদ বাস্তবায়ন করা হয়।’
এই মুহূর্তে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপির জোট গড়ার বিষয়ে কোনো চিন্তা-ভাবনা নেই জানিয়ে নাহিদ বলেন, নাগরিক পার্টি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। কোনো রাজনৈতিক দল যদি মনে করে এই লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে তারা একমত, তাহলে তারা আমাদের সঙ্গে আসতে পারে।