দেখে নিন বিপিএলে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫
রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম। সরাসরি চুক্তিতে নিলামের আগেই বেশ কয়েকজনকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলাম থেকে প্রয়োজন অনুযায়ী পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে দলগুলো।
রাজধানীর পাঁচ তারকা হোটেল র্যাডিসনে অনুষ্ঠিত হলো বিপিএলের ১২তম আসরের নিলাম। ছয় ফ্র্যাঞ্চাইজির কে কাকে দলে ভেড়ালো দেখে নেই–
ঢাকা ক্যাপিটালস
স্থানীয় ক্রিকেটার: তাসকিন আহমেদ (সরাসরি চুক্তি), সাইফ হাসান (সরাসরি চুক্তি), শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, তোফায়েল আহমেদ, মারুফ মৃধা, আব্দুল্লাহ আল মামুন, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, ইরফান শুক্কুর।
বিদেশি ক্রিকেটার: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড/ সরাসরি চুক্তি), উসমান খান (পাকিস্তান/সরাসরি চুক্তি), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), জুবাইরউল্লাহ আকবরি (আফগানিস্তান)
রংপুর রাইডার্স
স্থানীয় ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান (সরাসরি চুক্তি), নুরুল হাসান (সরাসরি চুক্তি), লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান জুনিয়র, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, ইফতেখার হোসেন ইফতি, মেহেদী হাসান সোহাগ, আব্দুল হালিম, মাহমুদউল্লাহ রিয়াদ।
বিদেশি ক্রিকেটার: খাজা নাফে (পাকিস্তান/সরাসরি চুক্তি), সুফিয়ান মুকিম (পাকিস্তান/সরাসরি চুক্তি), এমিলিও গে (ইংল্যান্ড), মোহাম্মদ আখলাক (পাকিস্তান)।
রাজশাহী ওয়ারিয়র্স
স্থানীয় ক্রিকেটার: নাজমুল হোসেন শান্ত (সরাসরি চুক্তি), তানজিদ হাসান তামিম (সরাসরি চুক্তি), তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী, আকবর আলী, রিপন মন্ডল, জিশান আলম, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকি, শাকির এইচ শুভ্র, মুশফিকুর রহিম, মোহাম্মদ রুবেল।
বিদেশি ক্রিকেটার: সাহিবজাদা ফারহান (পাকিস্তান/সরাসরি চুক্তি), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান/সরাসরি চুক্তি), দুশান হেমন্ত (শ্রীলঙ্কা), জাহানদাদ খান (পাকিস্তান)।
সিলেট টাইটান্স
স্থানীয় ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ (সরাসরি চুক্তি), নাসুম আহমেদ (সরাসরি চুক্তি), পারভেজ হোসেন ইমন, রনি তালুকদার, খালেদ আহমেদ, আফিফ হোসেন, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম, তৌফিক খান তুষার, রাহাতুল ফেরদৌস, মুমিনুল হক।
বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ আমির (পাকিস্তান/সরাসরি চুক্তি), সাইম আইয়ুব (পাকিস্তান/সরাসরি চুক্তি), আঞ্জেলো ম্যাথিউজ (শ্রীলঙ্কা), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)
চট্টগ্রাম রয়্যালস
স্থানীয় ক্রিকেটার: শেখ মেহেদী হাসান (সরাসরি চুক্তি), তানভীর ইসলাম (সরাসরি চুক্তি), মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফুজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান।
বিদেশি ক্রিকেটার: আবরার আহমেদ (পাকিস্তান/সরাসরি চুক্তি), নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা)।
নোয়াখালী এক্সপ্রেস
স্থানীয় ক্রিকেটার: হাসান মাহমুদ (সরাসরি চুক্তি), সৌম্য সরকার (সরাসরি চুক্তি), জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দীপু, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান রানা, নাজমুল ইসলাম অপু, আবু হাশিম, মোহাম্মদ সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী।
বিদেশি ক্রিকেটার: জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ/সরাসরি চুক্তি), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা/সরাসরি চুক্তি), ইহসানউল্লাহ খান (পাকিস্তান), হায়দার আলী (পাকিস্তান)।

ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪২, নিখোঁজ ৪ শতাধিক
বাড়ল জ্বালানি তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর 