দেশের লাভ হলে বিদেশিদের টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে সমস্যা নেই: সাখাওয়াত হোসেন
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
দেশের লাভ হলে বিদেশিদের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে সমস্যা নেই বলে জানিয়েছেন, নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দায়িত্ব নেয়ার এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
এম সাখাওয়াত হোসেন জানান, বন্দরে এখন কোনো চাঁদাবাজি হয় না, বিদেশিদের দিলে চাদাবাজীই থাকবে না।
তিনি আরও বলেন, বন্দরে রাজস্ব আয় আগের চেয়ে ৮ দশমিক ৫ ভাগ বেড়েছে। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থ বছরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৫৭৫ কোটি ৯৭ লাখ টাকা। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৯ দশমিক ৪০ শতাংশ বেশি। এ সময়, জানুয়ারিতে সবকিছু গুটিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের পর বাড়ি চলে যাওয়ার কথাও বলেন নৌ পরিবহন উপদেষ্টা।

ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪২, নিখোঁজ ৪ শতাধিক
বাড়ল জ্বালানি তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর 