পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
ছবিঃ বাংলাদেশ পুলিশ
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর, ২০২৫
কেপি শর্মা ওলি সরকারের দুর্নীতি এবং ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে নেপালে তীব্র বিক্ষোভের মধ্যে পদত্যাগ করলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার (৮ সেপ্টেম্বর) জেন-জি তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর পদত্যাগপত্র জমা দেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, মন্ত্রীপরিষদের জরুরি বৈঠকের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই দিন নেপালি কংগ্রেসের পদাধিকারীদের এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের বিষয়টি উত্থাপিত হয়। কংগ্রেস নেতারা ঘটনার দায় স্বীকার করে তার পদত্যাগ করা উচিত বলে দাবি তোলেন।
নেতারা বলপ্রয়োগের মাধ্যমে ব্যাপক মানবিক হতাহতের ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের প্রস্তুতি দেন এবং প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। তরুণরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং জাতীয় সঙ্গীত গেয়ে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্লোগান দেয় এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে। বিক্ষোভ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
বিক্ষোভকালে অনলাইনে প্রচারিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে, অনেক আন্দোলনকারী স্কুল ও কলেজের পোশাক পরে মিছিলে যোগ দিয়েছে। তারা পুলিশের দিকে ডালপালা এবং পানির বোতল নিক্ষেপ করছে। তাদের হাতে ছিল ‘স্বাধীন কণ্ঠস্বর আমাদের অধিকার’ এবং ‘করদাতাদের টাকা কোথায় গেল?’ স্লোগান লেখা প্ল্যাকার্ড।

ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪২, নিখোঁজ ৪ শতাধিক
বাড়ল জ্বালানি তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর 