জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় গণঅধিকার পরিষদ জড়িত নয়: রাশেদ খাঁন
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর, ২০২৫
জাতীয় পার্টির অফিসে হামলার সঙ্গে গণঅধিকার পরিষদের জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দলের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে একথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, ‘কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে, এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব—আওয়ামী দোসর—বলছেন, এই ঘটনার সঙ্গে নাকি গণঅধিকার পরিষদ জড়িত।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানান, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি করার স্পর্ধা দেখিয়েছেন। তাকে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।প্রসঙ্গত, গত শুক্রবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে, গত ৩০ আগস্টেও এই কার্যালয়টিতে হামলা ও ভাঙচুরের ঘটনা হয়েছিল।
এ ঘটনার জন্য গণঅধিকার পরিষদকে দায়ী করে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

ফের যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান – আফগানিস্তান
বাংলাদেশ-ওয়েস্ট উইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, ৩ ক্রিকেটারসহ নিহত ৪০
রাকসু নির্বাচন
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩
চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামালসহ জাহাজডুবি 