ফ্যাসিবাদী সরকার লুটপাট ও দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছে: মঈন খান
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের অর্থনীতির ভিত্তিপ্রস্তর স্থাপনকারী হিসেবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, ‘সাইফুর রহমানের কনজারভেটিভ অর্থনৈতিক নীতির মাধ্যমেই দেশের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল। অথচ পরবর্তীকালে ফ্যাসিবাদী সরকার সেই নীতি পরিহার করে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছে।’
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন । সভার সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
সাইফুর রহমানের অবদানের স্মরণে মঈন খান বলেন, ‘আধুনিক ভ্যাট পদ্ধতির সংযোজন ছিল তাঁর অন্যতম অর্জন, যা বাংলাদেশের অর্থনীতিকে টিকে থাকতে সাহায্য করেছে। অথচ সেই সময় আওয়ামী লীগ রাজপথে আন্দোলন করে, এমনকি হরতালও ডাকে। কিন্তু সময় প্রমাণ করেছে সাইফুর রহমানের সিদ্ধান্ত ছিল দূরদর্শী।’
মঈন খান আরও বলেন, ওয়ান-ইলেভেনের সময় সাইফুর রহমানের একটি রাজনৈতিক মন্তব্য— ‘বামেরা শুধু ভাঙতে জানে, গড়তে জানে না’— ছিল সময়োপযোগী ও গভীর রাজনৈতিক অন্তর্দৃষ্টিসম্পন্ন।
তিনি জানান, অনেক তরুণ জানেন না যে ১৯৯৪ সালে জাতিসংঘের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন এম সাইফুর রহমান, এবং একই সময়ে বিশ্বব্যাংকের গভর্নর হিসেবেও তাকে মনোনয়ন দেওয়া হয়।
তিনি ৩৬ বছরের রাজনৈতিক জীবনে এক ডজন জাতীয় বাজেট উপস্থাপন করেন, যা একটি রেকর্ড।
দ্য বাংলাদেশ ন্যারেটিভ নিউজ পোর্টাল এর প্রকাশনা

ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪২, নিখোঁজ ৪ শতাধিক
বাড়ল জ্বালানি তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর 