চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাতটা ১০ মিনিটে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার ছড়া বিডাব্লিউটিএ ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস, সাড়ে সাতটায় বারো আউলিয়ে এবং আটটায় কেয়ারি ক্রুস অ্যান্ড ডাইন নামে তিনটি জাহাজ ছেড়ে গেছে।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, পূর্ব প্রস্তুতি অনুযায়ী সেন্টমার্টিন যাত্রা করেছে পর্যটকবাহী জাহাজগুলো। পর্যটন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে সরকারের নির্দেশনা মেনে পর্যটকরা যাচ্ছেন। যাত্রী সঙ্কটে কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজ ছাড়েনি।
এর আগে সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা ঘাটে এসে উপস্থিত হন। এরপর ট্রাভেল পাস দেখিয়ে ওঠেন সেন্টমার্টিনগামী জাহাজে। ডিসেম্বর থেকে জানুয়ারি এই দুই মাস প্রতিদিন দুই হাজার পর্যটক সেন্টমার্টিন রাত যাপন করতে পারবেন।
নভেম্বর থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি পেলেও রাত যাপনের নিষেধাজ্ঞা থাকায় যাত্রী সঙ্কটে জাহাজগুলো ছাড়তে পারেনি।

ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪২, নিখোঁজ ৪ শতাধিক
বাড়ল জ্বালানি তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর
তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে। 