আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, ৩ ক্রিকেটারসহ নিহত ৪০
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫
এসিবি নিশ্চিত করেছে, নিহত ক্রিকেটাররা হলেন কবির, সবঘাতুল্লাহ এবং হারুন। তারা উরগুন জেলার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় এক সমাবেশে উপস্থিত অবস্থায় পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারান। ওই হামলায় আরও আটজন নিহত ও সাতজন আহত হন।
বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘এই হৃদয়বিদারক ঘটনায় উরগুন জেলার তিন ক্রিকেটার—কবির, সবঘাতুল্লাহ ও হারুন—সহ আরও পাঁচজন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। তারা এর আগে পাকতিকার রাজধানী শারানা শহরে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ এলাকায় ফিরে স্থানীয় এক অনুষ্ঠানে অংশ নেওয়ার
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন ৪০ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৭০ জন।
স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে।
স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, নিহত এবং আহতদের সবাই বেসমারিক এবং একটি বড় অংশই নারী ও শিশু।
সীমান্তে গত ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংঘাত, হামলা-পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল ১৭ অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে। বিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এই হামলা চালিয়েছে পাকিস্তান।
হামলার শিকার এবং আহত হাজি বাহরাম নামের এক ব্যক্তি তোলো নিউজকে বলেন, ‘আমি ইতিহাসে কখনও এমন অবিচার দেখিনি। একটি দেশ, যারা নিজেদের মুসলিম বলে দাবি করে— তারা এখানে নারী, শিশু ও বেসামরিক লোকজনের ওপরে হামলা করল। ‘
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মরদেহগুলো স্পিন বোলদাক জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। শত শত স্থানীয় বাসিন্দা জানাজা ও দাফনে অংশ নেন।

ফের যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান – আফগানিস্তান
বাংলাদেশ-ওয়েস্ট উইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ
রাকসু নির্বাচন
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩
৪৪ বছর পর চাকসুর নেতৃত্বে ছাত্রশিবির।
চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামালসহ জাহাজডুবি
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, ৩ ক্রিকেটারসহ নিহত ৪০ 