বিগ ব্যাশে মাঠে নামার অনুমোদন মিলল রিশাদের

ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫
বিগ ব্যাশে খেলার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন রিশাদ হোসেন। টুর্নামেন্টটির আসন্ন আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন এই লেগস্পিনার।
বিগ ব্যাশের গত আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ পেলেও জাতীয় দলের সিরিজ থাকায় যেতে পারেননি রিশাদ হোসেন। এবার আর সেই সুযোগ হাতছাড়া করেননি তরুণ লেগস্পিনার। বিসিবিতে অনাপত্তিপত্রের আবেদন করে পেয়েছেন সবুজ সংকেত। বিগ ব্যাশের গত আসরে রিশাদকে এনওসি না দেয়ার আরেকটি কারণ ছিল বিপিএল। সেসময় রিশাদের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল রিশাদকে ছাড়তে চায়নি। এবারও বিগ ব্যাশের সময় বিপিএল থাকায় রিশাদের পুরো আসর খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
বিগ ব্যাশের এবারের আসর শুরু হবে ডিসেম্বরের ১৫ তারিখ। ২১ জানুয়ারি ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
রিশাদকে ফুল সিজনের জন্য এনওসি দেয়া হয়েছে, বিপিএল খেলার চেয়ে বিগ ব্যাশে খেললে তার ক্যারিয়ারের উন্নতি হবে, তাই তাকে ফুল সিজন খেলার অনুমতি দেয়া হয়েছে। উল্লেখ্য, ২৩ বছর বয়সী রিশাদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৩ ইনিংসে নিয়েছেন ৫২ উইকেট। এছাড়া ওয়ানডে ফরম্যাটে ৯ ম্যাচে তার শিকার ৮ উইকেট। বল করার পাশাপাশি ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন এই লেগ স্পিনার।
হোবার্টের ড্রাফটের টেবিলে ছিলেন স্যালিয়ান বিমস। দলটির হাই পারফরম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। পাশাপাশি ক্রিকেট তাসমানিয়ার জেনারেল ম্যানেজার হিসেবেও কাজ করছেন। তাসমানিয়ার বিখ্যাত ক্রিকেটার পন্টিং কাজ করছেন হোবার্টের হেড অব স্ট্র্যাটেজি হিসেবে। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখেই রিশাদকে দলে নেয়ার পরামর্শ দিয়েছিলেন পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের পরামর্শেই ২৩ বছর বয়সী এই লেগ স্পিনারকে নেয়ার কথা জানান স্যালিয়ান।