প্রবাসীরা যেভাবে ভোট দিবেন – জানালেন ইসি সচিব।
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোট দিতে হলে রেজিস্ট্রেশন করতে হবে পোস্টাল ভোট বিডি নামক অ্যাপের মাধ্যমে। তবে নির্বাচনের সময় প্রবাসী ভোটার দেশে থাকলে ভোট দেয়ার কোনো সুযোগ থাকবে না। এমনটিই জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, দেশে যারা নির্বাচনের দিন বিভিন্ন দায়িত্বে থাকেন তারাও একই পদ্ধতিতে ভোট দিতে পারবেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে পোস্টাল ব্যালট, সংসদীয় আসনের সীমানা নিয়ে সহিংসতা, রাজনৈতিক দল ও দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের অগ্রগতি নিয়ে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, প্রবাসীদের ভোটের জন্য একটি অ্যাপ চালু করা হবে। যাতে নিবন্ধনের মাধ্যমে প্রবাসী ভোটাররা ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালট প্রবাসীদের কাছে চলে যাবে ভোটের আগেই যার সমন্বয়ে থাকবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।

ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪২, নিখোঁজ ৪ শতাধিক
বাড়ল জ্বালানি তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর 