বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সমীকরণ
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫
শ্রীলঙ্কা জিতলে তো বটেই, আফগানিস্তান জিতলেও সুপার ফোরে যেতে পারবেন লিটনরা, কীভাবে?
বাংলাদেশের জন্য গতকাল মঙ্গলবারের ম্যাচটা ছিল বাঁচা-মরার। সে পরীক্ষায় ‘প্রাথমিকভাবে’ পাস করেছেন লিটন দাস-তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানরা। চলতি এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে সুপার ফোরের আশা টিকে থাকল টাইগারদের।
তবে ‘সুখবর’ পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আগামীকালের আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত। ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে কোনো ধরনের সমীকরণের ধার না ধেরেই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতে গেলেও ‘ক্ষীণ’ সুযোগ থাকবে লিটনদের। তখনকার সমীকরণটা একটু জটিল।
সে জটিল সমীকরণে যাওয়ার আগে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে নজর দেওয়া যাক। দুই ম্যাচ খেলা শ্রীলঙ্কা দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে। ৩ ম্যাচ খেলা বাংলাদেশের পয়েন্টও সমান চার। তবে রানরেটে শ্রীলঙ্কার (+১.৫৪৬) চেয়ে পিছিয়ে থাকায় দুইয়ে বাংলাদেশ (-০.২৭০)। আর দুই ম্যাচে একটিতে জেতা আফগানিস্তানের পয়েন্ট ২। তবে রানরেটে এগিয়ে আফগানরা (+২.১৫০)।
আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যদি লঙ্কানরা জেতে, তাহলে শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার ফোরে উঠে যাবে। সঙ্গে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশও উঠে যাবে শেষ চারে। আর বিদায় ঘণ্টা বেজে যাবে আফগানিস্তানের।
তবে যদি ম্যাচটা আফগানিস্তান জেতে? শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ- তিন দলেরই পয়েন্ট হবে সমান চার। তখন বিবেচনায় আসবে রানরেট, যেখানে বেশ পিছিয়ে বাংলাদেশ। তবে এরপরও সুযোগ আছে লিটনদের। সেটা কীভাবে?
শ্রীলঙ্কাকে যদি আফগানিস্তান ৭০ রানে হারাতে পারে, কিংবা লঙ্কানদের বিপক্ষে ৫০ বল হাতে রেখে জিততে পারে, তাহলে লঙ্কানদের রানরেট বাংলাদেশের চেয়ে নীচে নেমে যাবে। তখন আফগানিস্তানের সঙ্গে সুপারফোরে উঠে যাবে বাংলাদেশ।
সমীকরণটা ব্যাখ্যা করা যাক। ধরা যাক, আফগানিস্তান আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান করল। রান তাড়ায় শ্রীলঙ্কা যদি ১০০ রানের মধ্যে গুটিয়ে যায়, তাহলে শেষ চারে উঠে যাবে বাংলাদেশ।
আর শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে ১৭০ রান বা যেকোনো সংগ্রহই তুলুক না কেন, ওই রান ইনিংসের অন্তত ৫০ বল হাতে রেখে জিততে তবে আফগানিস্তানকে। তবেই পরের রাউন্ডের পথ খুলবে লিটনদের।

ফের যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান – আফগানিস্তান
বাংলাদেশ-ওয়েস্ট উইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, ৩ ক্রিকেটারসহ নিহত ৪০
রাকসু নির্বাচন
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩
চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামালসহ জাহাজডুবি 