ঢাকা বিভাগ ও জেলার সদস্য হলেন বুলবুল-ফাহিম; বাদ পরেছেন আশরাফুল-জেসি
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে নতুন সদস্য হয়েছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও ঢাকা জেলার সদস্য সাথিরা জাকির জেসির পরিবর্তে সদস্য নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।
এনএসসির ৮ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, মোট ১১ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। যেখানে ক্রীড়া পরিষদ আইন ২০১৮ অনুযায়ী বিভাগীয় ক্রীড়া সংস্থার একজন সদস্য পরিবর্তন করে নতুন কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটি থেকে আশরাফুলকে বাদ দিয়ে নতুন সদস্য হয়েছেন বুলবুল।
আগেই বিসিবি নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছেন বুলবুল। ধারণা করা হচ্ছে, ঢাকা বিভাগ থেকে কাউন্সিল হতে পারেন বিসিবির বর্তমান সভাপতি। বর্তমানে এনএসসি থেকে মনোনিত হয়ে বিসিবির পরিচালক ও সভাপতি হন। একই ভাবে বিসিবির পরিচালক হয়েছেন ফাহিম। তারা দুজনন নতুন করে ঢাকা বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য হওয়ায় সেখান থেকে বিসিবির নির্বাচনে অংশ নিতে পারেন। এতে করে এনএসসি থেকে মনোনিত কাউন্সিলরশীপেও পরিবর্তন আসতে পারে।
অক্টোবরে হবে বিসিবি নির্বাচন। তার আগে বুলবুল ও ফাহিমের নতুন করে সদস্য হওয়ায় আলোচনা শুরু হয়েছে। কারণ এনএসসি মনোনিত কাউন্সিলর আর তারা থাকছেন না। এদিকে আগে থেকেই নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

দেখে নিন বিপিএলে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
বাংলাদেশ-ওয়েস্ট উইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ
বিসিবিতে এবার শর্ত লঙ্ঘনের বিশাল অভিযোগ
বহুল আলোচিত বিসিবি নির্বাচন আজ
বর্ষসেরা ইংলিশ ফুটবলার নির্বাচিত হলেন জুড বেলিংহ্যাম।
ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়ে নেপালের ইতিহাস
ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে। 