কাঠমান্ডুতে বাংলাদেশের টিম হোটেলে হামলার চেষ্টা
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর, ২০২৫
নেপালে চলমান সহিংস বিক্ষোভের মধ্যে কাঠমান্ডুর টিম হোটেলেও হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। গত দুই দিন ধরে ক্রাউন ইম্পেরিয়াল হোটেলে প্রায় বন্দিদশায় আছেন তারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আন্দোলনকারীরা হোটেলের গেট ভাঙচুর ও ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে হোটেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তারা সরে যায়।
জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা বলেন, “দুপুরের দিকে আন্দোলনকারীরা হোটেলের গেট ভাঙচুরের চেষ্টা করে। কয়েকজন ভেতরে ঢোকারও চেষ্টা করে। হোটেল কর্তৃপক্ষ নানাভাবে বোঝালে তারা চলে যায়। এসব দেখে খুব ভয় লেগেছিল।” এর আগে অনুশীলনের জন্য হোটেল থেকে বের হতে পারেননি ফুটবলাররা। মঙ্গলবার দেশে ফেরার ফ্লাইটও বাতিল হয়ে যায়। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় খেলোয়াড়দের ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
রাইট উইঙ্গার শাহরিয়ার ইমন বলেন, “আমরা ভালো আছি, তবে টেনশন কাজ করছে। বাইরের অবস্থা ভালো নয়। এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে পারলেই হয়।” একই মত ডিফেন্ডার তাজ উদ্দিনেরও, “এই পরিস্থিতিতে এখানে থাকাটাই চিন্তার বিষয়।”
এদিকে গোলকিপার সুজন হোসেন জানিয়েছেন, তার মা–বাবা দেশে বসে দুশ্চিন্তায় আছেন। “আমি মাকে বলেছি চিন্তা করার কিছু নেই, আমরা ভালো আছি।”
অভিজ্ঞ লেফটব্যাক ইসা ফয়সাল জানান, হোটেলের পাশে এক সংসদ সদস্যের বাসভবনে ভাঙচুর হয়েছে। এর প্রভাব পড়েছে আশপাশেও। নতুন ডাক পাওয়া ফুটবলার আবদুল্লাহ ওমর বলেন, “কল্পনায়ও ছিল না খেলতে এসে এমন কিছু দেখতে হবে।” বাংলাদেশ দলটি ৩ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে যায়। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও সহিংসতার কারণে দ্বিতীয় ম্যাচ স্থগিত হয়।

ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪২, নিখোঁজ ৪ শতাধিক
বাড়ল জ্বালানি তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর 