ছাত্রদলকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ কাদের-বাকেরের
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসে তিনি এই অভিযোগ করেন। একই অভিযোগ তুলেছেন এই প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার-ও।
প্রেস ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ অভিযোগ করে, ছাত্রদল প্রচারণা থেকে শুরু করে নানাভাবে আচারণবিধি লংঘন করে আসছে। তাদের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে ভোট চাচ্ছে। নির্বাচনী আচরণবিধির নূন্যতমও মানা হচ্ছে না। তারা এমফিলের নামে ভোট ব্যাংক বাড়িয়েছে।
বিশৃঙ্খলভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অভিযোগ করে আব্দুল কাদের। তার ভাষ্য, আচারণবিধি ভঙ্গের অভিযোগ দিলেও কোনও ব্যবস্থা নেয়া হচ্ছে না।
এই গরমে শিক্ষার্থীরা কষ্ট করে ভোটাধিকার প্রয়োগ করছে, তবে তা কতটা কাজে আসবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী।
আজ সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেয়ার সুযোগ পাবেন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও।
ডাকসু ভোটাররা এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার কথা জানিয়েছেন। প্রতিটি কেন্দ্রেই দীর্ঘ ভোটের সারি দেখা গেছে।
এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

ফের যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান – আফগানিস্তান
বাংলাদেশ-ওয়েস্ট উইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, ৩ ক্রিকেটারসহ নিহত ৪০
রাকসু নির্বাচন
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩
চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামালসহ জাহাজডুবি 