রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে জিবুতি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫
ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ)-এর অনুষ্ঠানের ফাঁকে জিবুতির প্রধানমন্ত্রী আবদুল কাদের কামিল মোহাম্মেদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত এই সৌজন্য বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, টেকসই উন্নয়ন, এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সাক্ষাতের তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশ-জিবুতি বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশি গার্মেন্টস ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানির বিষয়ে জিবুতিকে সুপারিশ করেন।
জিবুতির মাইক্রোফাইনান্সমন্ত্রী, যিনি বৈঠকে উপস্থিত ছিলেন, দেশে মাইক্রোফাইনান্স সিস্টেম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ চান।
বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামালসহ জাহাজডুবি
ফের যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান – আফগানিস্তান
বাংলাদেশ-ওয়েস্ট উইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, ৩ ক্রিকেটারসহ নিহত ৪০
রাকসু নির্বাচন
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি 