যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করল আইসিসি

ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২৪সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) বোর্ডকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার বোর্ডের ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে এই নিষেধাজ্ঞা আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার গড়াতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ওপর কোনো প্রভাব ফেলবে না।
নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি। তবে গত জুলাইয়ে বার্ষিক সাধারণ সভায় ইউএসএসিকে সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং প্রশাসনিক সংস্কার করার জন্য তিন মাস সময় দিয়েছিল আইসিসি । সেই সময় বোর্ডকে সতর্ক করে বলা হয়েছিল, সংস্কারের অগ্রগতির ওপর ভিত্তি করে আইসিসি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তবে নির্ধারিত সময় পেরোলেও প্রত্যাশিত পরিবর্তন না আসায় এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিয়ন্ত্রক সংস্থা (এনজিবি) মর্যাদা পাওয়ার প্রক্রিয়ায় এই বরখাস্ত তাৎক্ষণিক কোনো প্রভাব ফেলবে না। এর আগে আইসিসি একটি ছয় দফা রোডম্যাপ তৈরি করেছিল, যার মধ্যে নতুন স্বাধীন পরিচালক নিয়োগ, পুরোনো বোর্ডের পদত্যাগ এবং নতুন নির্বাচনের মতো ধাপ ছিল।
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিয়ন্ত্রক সংস্থা (এনজিবি) মর্যাদা পাওয়ার প্রক্রিয়ায় এই বরখাস্ত তাৎক্ষণিক কোনো প্রভাব ফেলবে না। এর আগে আইসিসি একটি ছয় দফা রোডম্যাপ তৈরি করেছিল, যার মধ্যে নতুন স্বাধীন পরিচালক নিয়োগ, পুরোনো বোর্ডের পদত্যাগ এবং নতুন নির্বাচনের মতো ধাপ ছিল।
তবে এখনও স্পষ্ট নয়, যুক্তরাষ্ট্রে ক্রিকেট পরিচালনার দায়িত্ব কে নেবে। ইউএসএসি চেয়ারম্যান ভেনু পিসিকে জানিয়েছেন, নিষেধাজ্ঞার বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনও তাদের কিছু জানানো হয়নি।