ভারত পাকিস্তান মুখোমুখি, সম্ভাব্য একাদশ হতে পারে যেমন
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫
এশিয়া কাপে আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক সংঘাতের পর এটাই দুই দলের প্রথম লড়াই। স্বাভাবিকভাবেই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। নিজেদের প্রথম ম্যাচে আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। অন্যদিকে ওমানকে ৯৩ রানে হারিয়ে ছন্দে রয়েছে পাকিস্তানও। আজকের ম্যাচে যারা জিতবে তারাই এগিয়ে যাবে সুপার ফোরের পথে। এমন ম্যাচে কেমন হতে পারে দুই দলের একাদশ?
ভারত দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। গৌতম গম্ভীরের দল অলরাউন্ডারদের উপর ভরসা রেখেই নামতে পারে অপরিবর্তিত একাদশে। শুভমান গিলের সঙ্গে ওপেনিংয়ে থাকবেন অভিষেক শর্মা। মিডল অর্ডারে সঞ্জু স্যামসনের ফেরার সম্ভাবনাও রয়েছে। বোলিংয়ে জাসপ্রিত বুমরাহর সঙ্গে হার্দিক পান্ডিয়া ও শিভম দুবেকে ভাবা হচ্ছে পেস অলরাউন্ডার হিসেবে। তিন স্পিনার হিসেবে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীকে রাখার পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের।
পাকিস্তানও প্রথম ম্যাচের দলে বড় কোনো পরিবর্তন আনতে চাইছে না। তবে ফাস্ট বোলার হারিস রউফ ফিরতে পারেন একাদশে। ওমান ম্যাচে ভালো করা আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম থাকছেন স্পিন আক্রমণে। ব্যাটিংয়ে ফখর জামান, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিসদের নিয়েই নামবে তারা। দুবাইয়ের ধীরগতির উইকেটে স্পিনাররা কৃপণ হলেও পেসাররাই বেশি উইকেট নিয়েছেন। তাই দুই দলই ভারসাম্য রেখে একাদশ সাজাতে চাইছে।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ/হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।

ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪২, নিখোঁজ ৪ শতাধিক
বাড়ল জ্বালানি তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর 