ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের- ফিল সিমন্স।

ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ টি-টুয়েন্টির সুপার ফোরে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লিটন দাসের দল মুখোমুখি হবে ভারতের। ফর্মের তুঙ্গে আছে ভারত, এখন পর্যন্ত আসরে কোনো ম্যাচে হারেনি তারা। পারফরম্যান্স বিবেচনায় ভারত এগিয়ে থাকলেও তাদের হারানোর সামর্থ্য আছে টাইগারদের। বাংলাদেশ কোচ ফিল সিমন্স মনে করছেন এমনই।
বুধবার সুপার ফোরে দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেরদিন সংবাদ সম্মেলনে আশারবাণী শোনালেন বাংলাদেশের ক্যারিবীয়ান কোচ। তার মতে, সুপার ফোরের সবগুলো দলই ভারতকে হারানোর সামর্থ্য রাখে।
বলেছেন, ‘প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার উপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার উপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।’
কাগজে-কলমে এবং পরিসংখ্যানে বাংলাদেশ থেকে বেশ এগিয়ে ভারত। এশিয়ার অন্যতম এই পরাশক্তি দলের বিপক্ষে খুব বেশি সুযোগও পাবে না বাংলাদেশ দল, জানেন সিমন্স নিজেও। তবে সুযোগ পেলেই দলগতভাবে তা কাজে লাগাতে চান সিমন্স। শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই ভারতকে হারাতে চান তিনি।
বলেছেন, “দেখুন বিশ্বাস তো রাখতেই হবে। আমরা বসে এসব নিয়ে নিজেরা কথা বলেছি। আমাদের সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই তাহলে সেটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদেরকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে।”