বিশ্বরেকর্ড: দক্ষিণ আফ্রিকাকে টি-২০ তে ৩০৫ রানের টার্গেট দিলো ইংল্যান্ড, ১৪১ রানে অপরাজিত ফিল সল্ট

ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ইংল্যান্ড তাদের ক্রিকেট ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর ৩০৪ রান করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যেখানে ফিল সল্ট একাই ১৪১ রান করেন। এর আগে আফগানিস্তানও ২৭৮ রান করেছিল, যা ছিল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ, কিন্তু ইংল্যান্ড তাদের এই রেকর্ড ভেঙে দিল।
সল্ট-বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই পুজি পেলো ইংল্যান্ড। আইসিসির দুই পূর্ণ সদস্য দেশের মধ্যে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবারের মতো ৩০০ রান দেখল ক্রিকেট!!
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম ১০ ওভারে ১৬৬ রান তোলে ইংলিশরা। প্রথম বল থেকেই ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে পিটিয়ে প্রোটিয়া বোলারদের ছাতু বানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটাররা। ওপেনিং জুটিতে আসে ১২৬ রান। ৩০ বলে ৮৩ রান করে বিদায় নেন জস বাটলার।
ফিল সল্ট টিকে ছিলেন। আগ্রাসী ব্যাটিংয়ে চালিয়েছেন তাণ্ডব। সেঞ্চুরি ছুঁয়েছেন মাত্র ৩৯ বলে। শেষ পর্যন্ত অব্যাহত ছিল সল্টের ব্যাটিং তাণ্ডব। ৬০ বলে ১৪১ রানের দানবীয় ইনিংস খেলে টিকে ছিলেন ফিল সল্ট।
তিনে নেমে ১৪ বলে ২৬ রান করেন জ্যাকব বেথেল। শেষ দিকে চার নম্বরে নেমে অধিনায়ক হ্যারি ব্রুক খেলেছেন ২১ বলে ৪১ রানের টর্নেডো। নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩০৪ রান তুলেছে ইংল্যান্ড।