বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা, পার্বত্য তিন জেলায় নিষেধাজ্ঞা
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা।দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্কতামূলক ‘হলুদ চিহ্ন’ মেনে চলতে হবে। তবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ভ্রমণের ওপর জারি করা হয়েছে ‘লাল চিহ্ন’, অর্থাৎ সেখানে ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে রাজনৈতিক সহিংসতা, অপহরণের ঝুঁকি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বিচ্ছিন্ন সংঘাতের আশঙ্কা। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ ও হরতাল-অবরোধের কারণে কানাডার নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি যে কোনো সময় হঠাৎ অবনতি ঘটতে পারে, যার পূর্বাভাস আগেই পাওয়া নাও যেতে পারে।

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামালসহ জাহাজডুবি
ফের যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান – আফগানিস্তান
বাংলাদেশ-ওয়েস্ট উইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, ৩ ক্রিকেটারসহ নিহত ৪০
রাকসু নির্বাচন
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি 