ফাইনালের পথে এক পা এগুলো বাংলাদেশ।

ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপ ২০২৫ টি-টোয়েন্টি ফরম্যাটের আসরের সুপার ফোর পর্ব জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। দুবাইয়ে শ্রীলঙ্কাকে এক বল ও চার উইকেট হাতে রেখে হারিয়েছে লিটন কুমার দাসের দল।
শ্রীলঙ্কাকে এক বল ও চার উইকেট হাতে রেখে হারিয়েছে লিটন কুমার দাসের দল। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
শ্রীলঙ্কা আগে ব্যাট করে ১৬৮ রান তোলে।
জবাবে বাংলাদেশ শেষ ওভারে পা হড়কালেও তুলনামূলক সহজেই ম্যাচ জয় নিশ্চিত করে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো।
নিজেদের ব্যাটিং পাওয়ারপ্লেতে শ্রীলঙ্কা ভালো শুরু করলেও সেটা ধরে রাখতে পারেনি ব্যাটাররা, বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে চাপে রেখেছে শ্রীলংকান ব্যাটারদের।
তবে এরই মাঝে দাসুন শানাকা ৩৭ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলে ১৬৮ রানের পুঁজি এনে দিয়েছেন দলকে।
বাংলাদেশ একদম শুরুতেই ইনফর্ম তানজিদ হাসান তামিমের উইকেট হারালেও রানের গতি কমায়নি, শেষ পর্যন্ত কিছু জায়গায় ভুলভ্রান্তি কাটিয়ে সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ।
ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বলেন, “এশিয়া কাপের আগে আমরা কয়েকটি সিরিজ খেলেছিলাম এবং লক্ষ্য তাড়া করে জিতেছিলাম। তাই আমাদের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাস ছিল।”
জয়ের ক্রেডিট বোলারদেরও দিয়েছেন লিটন, “আমরা জানি মুস্তাফিজ কতটা কার্যকর। উইকেটটিও ব্যাটিং সহায়ক ছিল।
তবে, শেষের দিকে মুস্তাফিজ আর তাসকিন যেভাবে ১৯তম ও ২০তম ওভার বল করল, সেটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। একসময় মনে হচ্ছিল প্রতিপক্ষের রান ১৯০ ছাড়িয়ে যাবে।”
৪৫ বলে ৬১ রান করে ম্যাচ সেরা সাইফ হাসানের প্রশংসা করেন লিটন দাস, “আমি জানতাম সাইফের ভেতরে ম্যাচ জেতানোর মতো সামর্থ্য আছে।
আমরা ধারণা করেছিলাম, আরব আমিরাতের কন্ডিশনে সে ভালো করবে। আমি তার মানসিকতা জানি, তার খেলা জানি এবং আজ সেটিই সে প্রমাণ করেছে।”
বুধবার ২৪শে সেপ্টেম্বর ও বৃহস্পতিবার ২৫শে সেপ্টেম্বর টানা দুইদিন যথাক্রমে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।
তবে, প্রতিটি ম্যাচ আলাদা, নতুন প্রতিপক্ষ, নতুন চ্যালেঞ্জ। তাই আমাদের সেরা খেলাটাই আবার খেলতে হবে।”
লিটন বলেন, “এ ধরনের ম্যাচ তাড়া করে জেতার পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়, পরের ম্যাচের জন্য দল আরও উজ্জীবিত হয়।