ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা; নিউইয়র্কে প্রধান উপদেষ্টা।
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫
গত বছরের ছাত্র-জনতার আন্দোলনকে ভারত পছন্দ করেনি। ফলে ঢাকার ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় মিডিয়ায় ‘ভুয়া’ প্রতিবেদন উত্তেজনা আরও বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে এশিয়া সোসাইটি অ্যান্ড পলিসি ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভারত থেকে প্রচুর ভুয়া খবর এসেছে। ছাত্র-জনতার আন্দোলনকে ইসলামিক আন্দোলন বলেও প্রচারণা চালানো হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। যিনি সমস্যা তৈরি করেছেন। এটি দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।
সার্ক প্রসঙ্গে ড. ইউনূস বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে। তাতে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য এবং সমুদ্র প্রবেশের জন্য সেতু হিসেবে কাজ করবে। তবে নয়াদিল্লির রাজনৈতিক প্রতিরোধ আঞ্চলিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করছে।
নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। ১৫ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১২ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪২, নিখোঁজ ৪ শতাধিক
বাড়ল জ্বালানি তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর 