ডু অর ডাই ম্যাচে বিশ্বকাপের প্লে-অফে বলিভিয়া

ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫
এল আলতো স্টেডিয়ামের ৪১৫০ মিটার উচ্চতায় যেন এক ইতিহাস রচনা করল বলিভিয়া। ২০২৬ বিশ্বকাপের প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য বলিভিয়াকে তাদের ঘরের মাঠে ব্রাজিলকে হারাতে হতো এবং একই সঙ্গে কলম্বিয়া ও ভেনেজুয়েলার ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হতো। এমন জটিল সমীকরণের ম্যাচে বলিভিয়া ১-০ গোলে ব্রাজিলকে পরাজিত করেছে এবং একই সময়ে অন্য ম্যাচে কলম্বিয়া ভেনেজুয়েলাকে ৬-৩ গোলে হারিয়েছে। এই ফলাফলগুলো বলিভিয়াকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে।
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণের ঝড় তোলে বলিভিয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এই স্টেডিয়ামের উচ্চতাজনিত সমস্যায় ভুগছিল ব্রাজিল। বলিভিয়া গোলের জন্য ২৩টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল ১০টি শটের মধ্যে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পেরেছিল।
ব্রাজিলের ব্রুনো গিমারেসের ফাউলের পর শুরুতে রেফারি কোনো সিদ্ধান্ত না দিলেও, ভিএআর-এর সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান। দারুণ এক স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নেন মিগুয়েল তেরকোরেস।
এই জয়ে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে সপ্তম স্থানে উঠে এসেছে বলিভিয়া। এই অবস্থানের কারণে তারা আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে এবং প্যারাগুয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে।