জয় নিয়ে আশাবাদী ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানভীর

ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে নয়টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি এ কথা বলেন।
শেখ তানভীর বলেন, তাদের আশা নির্ধারিত সময় পর্যন্তই নির্বাচনের পরিবেশ ভালো থাকবে। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী ।
শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী, তাদের উপস্থিতিই বদলে দেবে পরিস্থিতি। সবাইকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে আসার আহ্বান জানান তিনি।
ভোট দিতে কেমন লেগেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তানভীর বারী হামিম বলেন, তার ভোট দিতে ১০ থেকে ১২ মিনিট সময় লেগেছে। প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় ভোট দিতে সময় একটু বেশি লাগছে। বুথের সংখ্যা আরও বাড়ালে ভালো হতো বলেন তিনি।