জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে সরানো হলো।

ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে পদ থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট মো. মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা।
তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনে নানা বিতর্কের জন্ম দেন তিনি। পদায়ন ও পদোন্নতিতে বঞ্চিতদের অবমূল্যায়নের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সচিব, সংস্থাপ্রধান ও জেলা প্রশাসক নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়, এমনকি নিয়োগপ্রক্রিয়ায় আর্থিক লেনদেনের অভিযোগও গণমাধ্যমে উঠে আসে।
এইসব অভিযোগের প্রেক্ষিতেই শেষ পর্যন্ত তাকে সরিয়ে পরিকল্পনা কমিশনে বদলি করা হলো।