গণতন্ত্র ধসে পড়েছে বিশ্বের অধিকাংশ দেশে
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫
বিশ্বের অধিকাংশ দেশেই গণতন্ত্র ধসে পড়েছে বলে এক আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থা এই গবেষণাটি পরিচালনা করে।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বের ১৭৪টি দেশের গণতান্ত্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে স্টকহোমের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্র্যাসি অ্যান্ড ইলেকটোরাল। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, বিশ্বে কমেছে মতপ্রকাশের স্বাধীনতা, মানুষের অধিকার এবং নির্বাচনের স্বচ্ছতা। ফলে অনেক দেশেই গণতন্ত্রের চেয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থা জেঁকে বসেছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে ডেনমার্কই একমাত্র দেশ যেটি চারটি সূচকে ইতিবাচক ধারা ধরে রাখা প্রথম পাঁচটি দেশের মধ্যে নিজেদের তালিকাভুক্ত করতে পেরেছে৷ সূচক চারটি হলো— প্রতিনিধিত্ব, আইনের শাসন, অংশগ্রহণ এবং অধিকার।
ভালো ফলাফলে এগিয়ে আছে জার্মানি, সুইজারল্যান্ড এবং লুক্সেমবার্গ৷ এদিকে চিলি, কোস্টারিকা, অস্ট্রেলিয়াও সূচকগুলোতে উন্নতি করেছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মোট ৪৩টি দেশে গণমাধ্যমের স্বাধীনতা কমে গেছে৷ এরমধ্যে রয়েছে আফ্রিকা মহাদেশের ১৫টি এবং ইউরোপের ১৫টি দেশ।

ফের যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান – আফগানিস্তান
বাংলাদেশ-ওয়েস্ট উইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, ৩ ক্রিকেটারসহ নিহত ৪০
রাকসু নির্বাচন
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩
চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামালসহ জাহাজডুবি 