খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করছে জেলা প্রশাসক।

ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ি প্রতিনিধি: এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ চলছে খাগড়াছড়িতে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আজ শনিবার দুপুর ২টা থেকে খাগড়াছি পৌর এলাকা ও সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
এর আগে দুপুর দেড়টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলায় পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে বড় ধরনের সংঘর্ষ বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ধর্ষণের ঘটনার পর শুক্রবার শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় আজ শনিবার সকাল ৬টা থেকে খাগড়াছড়িতে সড়ক অবরোধ শুরু হয়। খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কসহ আন্তঃজেলা সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। অবরোধকারীরা বলপিয়া আদাম এলাকায় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক মারমা সম্প্রদায়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে ভিকটিম নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে। পরে একটি পরিত্যক্ত স্থান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। ইতোমধ্যে পুলিশ সন্দেহভাজন একজন, শয়ন শীল (১৯)-কে আটক করেছে। তাকে আদালতে হাজির করে ছয় দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক রয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।