এশিয়া কাপ ২০২৫–এর উদ্বোধনী ম্যাচে দাপট দেখাল আফগানিস্তান

ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫
বড় জয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানদের। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আধিপত্য বিস্তার করে তারা হংকংকে হারিয়েছে ৯৪ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে আফগানরা ২০ ওভারে তোলে ১৮৮/৬। ম্যাচের মোড় ঘোরান আজমাতুল্লাহ ওমরজাই। ২১ বলে ৫৩ রানের বিস্ফোরক ইনিংসে তিনি হাঁকান পাঁচটি ছক্কা ও দুটি চার। আতালের সঙ্গে ওমরজাইয়ের ৮২ রানের জুটি গড়ে দেয় ম্যাচের ভিত।
জবাবে ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হংকং একেবারেই সংগ্রামী ব্যাটিং উপহার দিতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে তারা থামে ৯৪/৯ রানে। বাবর হায়াত একাই লড়াই চালান, ৪৩ বলে ৩৯ রানের ইনিংসে।