আজ এশিয়া কাপের ফাইনালে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত – পাকিস্তান

ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপ টি-টোয়েন্টি ২০২৫ এর ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী ও চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে এই ফাইনাল ম্যাচ।
এশিয়া কাপের ৪০ বছরের ইতিহাসে এবারই প্রথম ভারত এবং পাকিস্তান মুখোমুখি হচ্ছে, এমন এক সময়ে যখন ক্রিকেট মাঠেই দুই দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার রেশ টের পাওয়া যাচ্ছে।
সাহেবজাদা ফারহানের ব্যাট হাতে বন্দুক তাক করে সেলিব্রেশন থেকে শুরু করে হারিস রউফের বাউন্ডারিতে অঙ্গভঙ্গি- দুটোই শাস্তির মুখে ফেলেছে তাদের, সঙ্গে ছিল সুরিয়াকুমার ইয়াদাভের রাজনৈতিক মন্তব্য।
তবে, সালমান আগা জানিয়েছেন, খেলোয়াড়দের নিজেদের প্রকাশের অধিকার আছে, যতক্ষণ না তারা সীমা অতিক্রম করছে।
দুই দফা ভারত–পাকিস্তান ম্যাচেই খেলোয়াড়দের মেজাজ ছিল বেশ চড়া, মাঠে প্রায় মুখোমুখি হওয়া থেকে শুরু করে উত্তেজনাও কম ছিল না।
এর আগে পাহেলগামে হামলার ঘটনার জের ধরে এই টুর্নামেন্টেই ভারতের ক্রিকেট দল এবার পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছে।
এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা হয়েছে, ভারতের অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সতর্ক করেছে, সাথে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে।
এদিকে, হারিস রউফ ভারতের দর্শকদের দিকে আঙ্গুল উঠিয়ে দেখিয়েছেন ৬-০, অনেকে মনে করছেন তিনি ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনার দিকে ইঙ্গিত করেছেন।
এই ঘটনায় হারিস রউফকেও ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
তবে, পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা জানিয়েছেন, ভারতের বিপক্ষে ফাইনালে খেলোয়াড়রা যতটা খুশি ততটা আগ্রাসন দেখানোর স্বাধীনতা পাবে।
যদিও তিনি এটাও স্পষ্ট করেছেন যে, প্রত্যেক খেলোয়াড়ই জানে কীভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, তাই পরিস্থিতি হাতের বাইরে যাবে না।
আগা বলেন, “আমি ২০০৭ সালে অনূর্ধ্ব–১৬ ক্রিকেট খেলা শুরু করি। কখনো দেখিনি কোনো দল হাত মেলানো এড়িয়ে গেছে।
এমনকি যখন ভারত–পাকিস্তান সম্পর্ক আরও খারাপ ছিল, তখনও আমরা হাত মিলিয়েছি। তাই আমার মতে, ক্রিকেটে হাত না মেলানো খেলাটির জন্য ভালো নয়।”